<!–more–>

আমার শহর শিলিগুড়িঃ করোনা মহামারী মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন। অসহায় মানুষদের অবস্থা শোচনীয়। কাজ না থাকবার কারনে তাদের রুজি রোজগার প্রায় বন্ধ,এই অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন সমাজ সেবী সংগঠন থেকে শুরু করে ব্যক্তিবর্গ।
শিলিগুড়ি শহরেও এমন অসংখ্য মানুষ কাজ করে চলেছে। এই সঙ্কটময় মুহূর্তে চলছে অসহায়দের মুখে অন্নের জোগাড়।
তাদের মধ্যে এমনই একজন হলেন কাউন্সিলার শ্রী রঞ্জন শীল শর্মা। লকডাউন শুরু হবার পর থেকে প্রায় প্রতিদিনই তিনি শিলিগুড়ি ৩৬ এবং ৩৭ নং ওয়ার্ডে তাঁর কমিউনিটি কিচেনের মাধ্যমে স্থানীয় এলাকাবাসীর মধ্যে অসহায়দের মুখে খাবার তুলে দিয়েছেন।
এলাকার এই নেতা সমাজসেবা এবং এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট জনপ্রিয়। এই দুর্যোগ মুহূর্তে তিনি প্রায় একা হাতেই ৩৬ এবং ৩৭ নং ওয়ার্ড এর অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের সদস্যদের মতোই।
প্রসঙ্গত উল্লেখ্য যে শিলিগুড়ির প্রায় অনেক ওয়ার্ডের কাউন্সিলারদের কিন্তু এভাবে এগিয়ে আসতে দেখা যায়নি।
আর একারনেই শ্রীরঞ্জন শীল শর্মা এলাকবাসীর প্রিয় নেতা।