“পার্লে-জি” – ভারতের অন্যতম বিস্কুট প্রস্তুতকারক সংস্থা। ভারতবর্ষে যার পথ চলা শুরু ১৯২৯ সাল থেকে। বিগত কয়েক মাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করল Parle সংস্থার অন্যতম বিস্কুটের ব্র্যান্ড ‘Parle-G’। ২০০৩ সালে বিশ্বের সবচাইতে জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম ছিল পার্লে । এই সংস্থার অন্যতম বিস্কুটের ব্র্যান্ড হল ‘Parle-G’। মাঝে ব্যবসা কমে গেলেও লকডাউনের বাজারে অসংখ্য অসহায় মানুষের খিদে মিটিয়ে এ বার রেকর্ড অঙ্কের ব্যবসা করেছে এই সংস্থা।
জানা গিয়েছে, গত ৮২ বছরে এই প্রথম লকডাউনের মধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করল Parle সংস্থার অন্যতম বিস্কুটের ব্র্যান্ড ‘Parle-G’। সংস্থা জানিয়েছে, মার্চ, এপ্রিল আর মে— এই তিন মাসে যা আয় হয়েছে, বিগত ৮২ বছরের কোনও কোন তিন মাসেই তা হয়নি।
এই ত্রৈমাসিকে ঠিক কত টাকার ব্যবসা করেছে Parle? এ বিষয়ে সস্পষ্ট করে কিছু জানায়নি সংস্থা। তবে সংস্থা জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ৫ শতাংশ শেয়ার এবার বেড়েছে Parle-র। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে প্রায় ৯০ শতাংশ বিক্রি বেড়েছে Parle-G-এর। এই সাফল্যের কারন হিসেবে সংস্থা জানিয়েছে, বিগত কয়েক বছরে দেশের গ্রামীণ এলাকাগুলিতে Parle-G বিস্কুটের সরবরাহ বা জোগান যথেষ্ট বাড়িয়েছিল। লকডাউনের মধ্যেও সমস্ত স্বাস্থবিধি মেনে দেশের মোট ১৩০টি কারখানার মধ্যে ১২০ টিকেই সচল রেখেই তারা দিন রাত কাজ করে চলেছিল। কোথাও সে ভাবে Parle-র বিস্কুটের সরবরাহে ঘাটতি হয়নি। মহামারির আবহে প্রতিনিয়ত কাজ করে যাবার যথেষ্ট সুফল পেয়েছে এই সংস্থা।
গত ৮২ বছরে এই প্রথম লকডাউনের মধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করল Parle সংস্থার অন্যতম বিস্কুটের ব্র্যান্ড ‘Parle-G’
